সবচে ভালো একলা জীবন
আত্মহনন একলা মরণ
জীবন মানে আরশোলা আর কাছিমপনা
সবচে’ ভালো সূর্যদীঘল নদীর পাড়ে
খুব ভালো হয় চাঁদ না থাকা অন্ধকারে
নয়তো কোন ক্ষেতখামারে
পঁচে যাওয়া একলা আমি ইঁদুরছানা
খুব ভালো হয় যদি আমি
ন্যাংটো হয়ে একলা নামি
ব্যস্ত পথে শীতের রাতে ইচ্ছেকানা
সবচে’ ভালো ইচ্ছেশীতল তোমার সাথে
পুকুরঘাটে পা ডুবিয়ে
সাপের ছোবল হিসহিসিয়ে
ডুবতে থাকা একলা শরীর রক্তকণা
No comments:
Post a Comment