Friday 17 December 2010

এবং সম্পর্ক বিষয়ক

হুমায়ুন কবীর


সবচে ভালো একলা জীবন
আত্মহনন একলা মরণ
জীবন মানে আরশোলা আর কাছিমপনা
সবচে’ ভালো সূর্যদীঘল নদীর পাড়ে
খুব ভালো হয় চাঁদ না থাকা অন্ধকারে
নয়তো কোন ক্ষেতখামারে
পঁচে যাওয়া একলা আমি ইঁদুরছানা

খুব ভালো হয় যদি আমি
ন্যাংটো হয়ে একলা নামি
ব্যস্ত পথে শীতের রাতে ইচ্ছেকানা
সবচে’ ভালো ইচ্ছেশীতল তোমার সাথে
পুকুরঘাটে পা ডুবিয়ে
সাপের ছোবল হিসহিসিয়ে
ডুবতে থাকা একলা শরীর রক্তকণা

No comments:

Post a Comment

Find us on Facebook