Tuesday 2 November 2010

কন্যা তোমার কখন সময় হবে (কবিতা)

আমিনূল মোহায়মেন

কন্যা তোমার কখন সময় হবে?
বাইরে আকাশ
মেঘভারে নুয়ে আছে;
কখন আমরা ভিজবো বৃষ্টিতে?

কন্যা তোমার কখন সময় হবে?
গতকাল রাতে
ঢল নেমেছিল জ্যোস্নার;
চাদনী রাতে
কখন আমরা বসবো মুখোমুখি?

কন্যা তোমার কখন সময় হবে?
শ্রাবণ শেষে
কাশফুলে সাদা সাভার;
কখন আমরা হাটবো কাশবনে?

No comments:

Post a Comment

Find us on Facebook